মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):
বর্তমান অবৈধ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও দ্বাদশ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল রোববার এবং পরদিন সোমবার ৭ম দফা ৪৮ ঘণ্টার অবরোধ সফল করতে এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বিএনপি।
আজ (২৫ নভেম্বর) শনিবার বিকেলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নির্দেশে ওই বিক্ষোভ মিছিল করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, যুবদল নেতা জাকির হোসেন নয়, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক রাফসান আহমেদ রোমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নেতা-কর্মীরা সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সসহ অন্যান্য রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেন।