মেহেদী হাসান, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে ‘সবার জন্য সমান অধিকার ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা চাই” প্রতিপাদ্য নিয়ে বিশ্ব হিমোফিলিয়া দিবস-২৪ পালিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ, ডাব্লিউএফএইচ ও হেমাটোলজি বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ আয়োজনে রোগী সমাবেশ, পদযাত্রা ও মতবিনিময় সভার মাধ্যমে দিবসটি পালিত হয়।
এসময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহমেদ, রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: মোর্শেদ জামান মিঞা, হিমোফিলিয়া সোসাইটির রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মেহেদী হাসান সহ অন্যান্য চিকিৎসক ও রোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চিকিৎসক ও রোগীরা সকল রক্তক্ষরণজনিত রোগ জাতীয়ভাবে চিহ্নিত করার অনুরোধ জানান। যেহেতু এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, জাতীয় চিকিৎসানীতিতে দ্রুত অন্তর্ভূক্ত করে এর সঠিক সমাধান করার দাবিও জানান তারা।