
জাপান ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে রানার্স আপ হওয়ায় ঠাকুরগাঁও জেলা মহিলা দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
৮ অক্টোবর (বুধবার) সকালে স্বাস্থ্য সেবা ডিজিটাল ডায়গনিস্ট সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামি উপজেলা সেক্রেটারি মোঃ রজব আলী মাস্টার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনিপির সাধারণ সম্পাদক মোঃ ওদুদ বিন নুর আলিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গী মাঠের পরিচালক মোঃ তাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বকুল মজুমদার, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, ছাত্র প্রতিনিধি তারেক মাহামুদসহ রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক আবদুল জব্বারসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা মহিলা ফুটবল দলের এই জাতীয় পর্যায়ের সাফল্যেকে সাধুবাদ জানিয়ে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে অনুপ্রেরণা দেন।