দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কৃষি দপ্তরের আয়োজনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ইউএনও শাফিউল মাজলুবিন রহমান।
মেলায় কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, জামায়াতের সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপি সভাপতি শাজাহান আলী, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথি ফলের স্টল ঘুরে দেখেন এবং উপস্থিত আমচাষী সহ সকলকে বেশী বেশী ফলের গাছ লাগানোর জন্য উৎসাহ প্রদান করেন।
এ সময় কৃষি কর্মকর্তা জানান, ১৯-২১জুন এই ফল মেলা চলবে এবং রাণীশংকৈল উপজেলাকে ফলে সমৃদ্ধি করার লক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে।