
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শিবদীঘি মোড়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় রাণীশংকৈল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পথসভায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তাঁর আহ্বানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শিবদীঘি মোড় এলাকা।
এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান পয়গাম আলী, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ জাহিদুর রহমান, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা কামাল আনোয়ার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।