ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জেলার সকল ধর্মাবলম্বীদের উপস্থিতিতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) রাণীশংকৈল থানার আয়োজনে “সম্প্রীতির ঐকাতনে গাহি সাম্যের গান” প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী শেষে উপজেলা পরিষদ চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান।
ইউএনও বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ হিসেবে আত্নপ্রকাশ করে বাংলাদেশ । স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি বংলাদেশ সবসময় একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচালিত হয়ে আসছে।
মাঝে মধ্যে কিছু দুর্ঘটনা ঘটে যা অনাকাঙ্ক্ষিত। বাংলাদেশে আমাদের জন্ম আমরা এ বাংলাদেশের নাগরিক তাই আমরা এ বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আরশেদুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ, বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতের নায়েবে আমীর মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী, রাণীশংকৈল প্রেসক্লাব আহবায়ক ছবিকান্ত দেব, আদিবাসী নেতা শিংরায় সরেন মানিক, ছাত্র প্রতিনিধি তারেক।
সমাবেশে ঠাকুরগাঁও জেলার সকল ধর্মাবলম্বীরা র্যালী ও আলোচনা সভায় উপস্থিতি ছিলেন।