এম জালাল উদ্দীন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত রাধা শ্রীনিবাস ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে ৷
শনিবার (৬ই এপ্রিল) কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ এরফান আলী মোড়লের সভাপতিত্বে সাংবাদিক ও মানবধিকার কর্মী মোস্তাফিজুর রহমান পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রার) এমপি মোঃ রশীদুজ্জামান৷ বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন,পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস,কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দার, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা,কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।