২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি| রাত ৪:৪৫| হেমন্তকাল|
শিরোনাম:
ফুলপুরে অতিরিক্ত বালু বহনকারী ট্রাক আটক, জরিমানা আদায় গফরগাঁওয়ে  সিএনজি উল্টে পুলিশ সদস্য নিহত  কুড়িগ্রামে মরিয়ম চক্ষু হাসপাতাল ও সিডিডি’র যৌথ আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত পাইকগাছায় পাখি শিকারী আটক; জরিমানা ৫ হাজার ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে নান্দাইলে বিএনপি’র বিক্ষোভ মিছিল  এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে গনিত অলিম্পিয়াড অনুষ্ঠিত বেলাব ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পিঠা উৎসব গফরগাঁওয়ে গণঅধিকার পরিষদের মশাল মিছিল পাইকগাছায় বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে দুই দিনের তথ্যমেলা

রানীশংকৈলে মোটরসাইকেল চোর আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪,
  • 64 Time View

মোঃ আব্দুল জব্বার, রানীশংকৈলে:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মোটরসাইকেল চুরি করার সময় সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক ও তার সহযোগী রাজিবকে আটক করেছে জনতা। বুধবার ৩ এপ্রিল সন্ধ্যায় রানীশংকৈল পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন আসাদুজ্জামান আশা নামে এক ব্যক্তি বাড়ির গেটের সামনে তার মোটর সাইকেলটি রেখে বাসায় ইফতার করছিলেন। এমন সময় আব্দুর রাজ্জাক ও তার সহযোগী এক সদস্য তার মোটর সাইকেলের তালা ভেঙ্গে চুরি করার সময় স্থানীয় কয়েকজনের নজরে পড়ে।

পরে স্থানীয় জনতা হাতেনাতে আব্দুর রাজ্জাক ও সহযোগী রাজিবকে আটক করে। এ সময় স্থানীয়দের গণধোলাই থেকে বাঁচাতে মোটরসাইকেল মালিক আসাদুজ্জামান আশা তার বাসার একটি রুমে চোর আব্দুর রাজ্জাক ও সহযোগী রাজিবকে আটক করে রাখেন।

পরে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেয়। খবর পেয়ে রানীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে আসে পরে ফয়ার সার্ভিস গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

জনতার গণধোলাই থেকে চোর রাজ্জাককে বাঁচাতে রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান ও সার্কেল এএসপি রেজাউলসহ রাণীশংকৈল থানা পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

কিন্তু বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে পুলিশসহ চোর আব্দুর রাজ্জাক ও সহযোগী রাজীব রুমের ভেতরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়েন। পরে ঘটনাস্থল থেকে আব্দুর রাজ্জাক ও সহযোগী রাজিবকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে রানিশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, আটককৃত দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ