মোঃ আব্দুল জব্বার, রানীশংকৈলে:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মোটরসাইকেল চুরি করার সময় সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক ও তার সহযোগী রাজিবকে আটক করেছে জনতা। বুধবার ৩ এপ্রিল সন্ধ্যায় রানীশংকৈল পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন আসাদুজ্জামান আশা নামে এক ব্যক্তি বাড়ির গেটের সামনে তার মোটর সাইকেলটি রেখে বাসায় ইফতার করছিলেন। এমন সময় আব্দুর রাজ্জাক ও তার সহযোগী এক সদস্য তার মোটর সাইকেলের তালা ভেঙ্গে চুরি করার সময় স্থানীয় কয়েকজনের নজরে পড়ে।
পরে স্থানীয় জনতা হাতেনাতে আব্দুর রাজ্জাক ও সহযোগী রাজিবকে আটক করে। এ সময় স্থানীয়দের গণধোলাই থেকে বাঁচাতে মোটরসাইকেল মালিক আসাদুজ্জামান আশা তার বাসার একটি রুমে চোর আব্দুর রাজ্জাক ও সহযোগী রাজিবকে আটক করে রাখেন।
পরে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেয়। খবর পেয়ে রানীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে আসে পরে ফয়ার সার্ভিস গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
জনতার গণধোলাই থেকে চোর রাজ্জাককে বাঁচাতে রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান ও সার্কেল এএসপি রেজাউলসহ রাণীশংকৈল থানা পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
কিন্তু বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে পুলিশসহ চোর আব্দুর রাজ্জাক ও সহযোগী রাজীব রুমের ভেতরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়েন। পরে ঘটনাস্থল থেকে আব্দুর রাজ্জাক ও সহযোগী রাজিবকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ বিষয়ে রানিশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, আটককৃত দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।