মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতরা হলো উপজেলার সন্নাসী গ্রামের মৃত আ. কাদেরের পুত্র নূর আলম জমাদ্দার (৪৯) ও মল্লিকেরবেড় গ্রামের নুর ইসলাম হাওলাদারের পুত্র মো. নাইম হাওলাদার (২৯)। জানা গেছে, মঙ্গলবার (২৬ জুন) রাত ১১ টার সময় এসআই সুবীর কুমার রায় মল্লিকেরবেড় সন্নাসী বাজারের অপূর্বের সেলুনের সামনে পাকা রাস্তায় অভিযান চালান। এ সময় ৬৫ গ্রাম গাঁজাসহ নূর আলম ও নাইমকে আটক করেন। আটককৃতদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম মাদকসহ দুই জন কে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। এ জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।