নিজস্ব প্রতিবেদক :রামপাল থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে হৃদয় দাস (১৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই লিটন কুমার বিশ্বাসের নেতৃত্ব একটি দল অভিযান পরিচালনা করেন। তারা রামপাল সদরের খেয়াঘাট এলাকার হাফিজুরের চায়ের দোকানের সামনে থেকে হৃদয় কে আটক করে। ওই সময় হৃদয়ের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ সাদা রঙের একটি রেজিষ্ট্রেশন বিহীন হিরো হাংক গাড়ি জব্দ করা হয়। সূত্র জানায়, এদের সাথে আর কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।