রায়পুরা প্রতিনিধি:
সারাদেশের ন্যায় নরসিংদীর রায়পুরায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ পালন করা হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনা ও অবহিতকরণ সভার আয়োজন করে উপজেলা ভূমি অফিস।
সোমবার (২২ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ।
এসময় উপস্থিত ছিলেন রায়পুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল ইসলাম।
এছাড়াও বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা খান, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অজয় সাহা, উপজেলা ভূমি সার্ভেয়ার আজিজুল ইসলাম প্রমুখ।