রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী পৌর বানিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বিকেল পৌরসভা মাঠে বানিজ্য মেলার উদ্বোধন হয়। বেলুন ও পায়রা উড়িয়ে মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি।
পৌর প্যানেল মেয়র মোঃ নাহিদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন ও কোষাধ্যক্ষ মো সেলিম মিয়া, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি অ্যাডভোকেট ইউনুস আলী ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আল আমিন ভূঁইয়া মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মুর্শেদ খান, মেলা আয়োজক কমিটির আহ্বায়ক মেহেদী মোল্লা, পৌর নির্বাহী কর্মকর্তা মো মনিরুল ইসলাম প্রমুখ।