রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে যাচাই-বাচাই শেষে মনোনয়ন প্রাপ্তদের তালিকা ঘোষণা করা হয়েছে। এ আসনে দাখিলকৃত দশটি মনোনয়ন থেকে বিভিন্ন কারণে বাদ পড়েছেন দুজন।
আজ সোমবার (৪ ডিসেম্বর) বিকালে মনোনয়নপত্র যাচাই শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন নরসিংদী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. বদিউল আলম।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. বিটু মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মো. সোলায়মান খন্দকার। এ ছাড়া বাকি ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলটির উপদেষ্টা মন্ডলী সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু, স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আ. লীগ যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, গণফন্ট মনোনীত প্রার্থী মো. নাজমুল শিকদার, জাকের পার্টি মনোনীত প্রার্থী বিল্লাল মিয়া, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. শহীদুল ইসলাম, ইসলামী ঐক্য জোট মনোনীত প্রার্থী মুফতি আব্দুল কাদির মোল্লা, জাতীয় সমাজতান্ত্রিক দল মনোনীত প্রার্থী মো. মাহফুজুর রহমান ও বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মমতাজ মহল।
স্বতন্ত্র প্রার্থী মো. সোলায়মান খন্দকারের দেওয়া এক শতাংশ ভোটার তালিকায় স্বাক্ষরের গড়মিল থাকা মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এ সময় তাকে তিন ঘন্টা সময় দেওয়া হয়। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী মো. বিটু মিয়া হলফনামায় মামলার তথ্য গোপন ও আয়কর রিটার্ন সার্টিফাইড কপি জমা না দেওয়ায় মনোনয়ন অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
এ সময় মো. বিটু মিয়া ও তার পক্ষে কোন প্রতিনিধি রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত ছিলেন না।
মনোনয়নে বৈধতা পাওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, ইসলামী ঐক্য জোট বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আব্দুল কাদির মোল্লা। তিনি বলেন, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে জয়ের ব্যাপারে আশাবাদী। রায়পুরাবাসীর দোয়া কামনা করছি।
নরসিংদী-৫ সংসদীয় আসনে একটি পৌরসভা ও ২৪টি ইউনিয়নে বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ৫৫ হাজার ২৯৭ জন।