হারুনুর রশিদ, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় উপজেলা বিএনপির নেতাকর্মী ও রায়পুরা প্রেসক্লাবের সাংবাদিকরা পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে এ শুভেচ্ছা বিনিময় হয়।
এ সময় প্রেসক্লাবের সভাপতি এম নূর উদ্দিন আহমেদ সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইন্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, প্রেসক্লাবের উপদেষ্টা জয়নুল আবেদীন, মুছলেহ উদ্দিন বাচ্চু, মো মোস্তফা খাঁন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান খোকন, জৈষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, ক্রীড়া সম্পাদক আবদুল বাতেন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান শাহীন ও আলকাছ উদ্দিন, উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদ, পৌর মহিলা দলের নেত্রী আছমা আক্তারসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল হক, সহ সভাপতি এসএম শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ মিয়া কোষাধ্যক্ষ হারুনুর রশিদ, কার্যকরী সদস্য মো মাহবুবুল আলম লিটন, খন্দকার শাহ নেওয়াজ, সদস্য মো রুস্তম, বিনা আক্তার, প্রণয় ভৌমিক, জুয়েল মিয়া, ফাহিম খাঁন, মামুন মিয়া প্রমূখ।