নরসিংদী প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক জিয়ার দেয়া রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক কর্ণেল (অব:) জয়নুল আবেদীনের নির্দেশনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার বেলাব বাজারে বেলাব ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ এ কে এম আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো আব্দুল কাদির জিলানী রাকিবের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড.অলিউর রহমান কাওসার, সাবেক সাধারণ সম্পাদক মো নাসির উদ্দীন ভূইয়া, নরসিংদী জেলা বিএনপির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাষ্টার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবু তারেক আব্দুল্লাহ আল হোসাইন ভূইয়া,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ ফারুক ভূইয়া,বারৈচা বাজার (বণিক) সমবায় সমিতির সভাপতি মোঃ মশিউজ্জামান (মশি),নরসিংদী জেলা যুবদলের সহ-সম্পাদক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আকাশ মিয়া,হাজী জাকির হোসেন,আমলাব ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক ভূইয়া, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আজিজুল হক রুবেল,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী আশিকুর রহমান পিয়েল’সহ প্রমুখ।