হারুনূর রশিদ, রায়পুরা:
নরসিংদীর রায়পুরায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রোকেয়া ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্থানীয় গরীব, অসহায়, হতদরিদ্র ও নিম্নআয়ের শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার উপজেলার মহেশপুর ইউনিয়নের মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।
হাজী সোহরাওয়ার্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ।
সংগঠনের পরিচালক সোহরাব হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী জিয়াউল হক সেলিম, হাজী উসমান, মাওলানা রফিকুল ইসলাম, মিষ্টার মিয়া, সজল মাহমুদ, আতাউর রহমান প্রমূখ। এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, সমাজ সংস্কারসহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে এ সংগঠনটি। প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যুদ্ধাদের আর্থিক সর্বোচ্চ সহযোগিতায় সংগঠন পরিচালিত হয়।
রাস্তা ও ঈদগাঁহ সংস্কার, কবরস্থান পরিস্কার, গরীব অসহায় মানুষের মাঝে হাসি ফুটাতে বিভিন্ন সময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী।
সংগঠনের পরিচালক সোহরাব হোসেন বাবু বলেন, প্রবাসী ভাইদের সহায়তায় এলাকাবাসীদের নিয়ে দুই বছর যাবত কাজ করে যাচ্ছি। সকলের সর্বাত্মক সহযোগী পেলে আগামীতেও ভালো কিছু করার প্রত্যাশা রাখি।