রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে লটকন রাজ্যে বেতার শ্রোতাদের নিয়ে লটকন মেলা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা গ্রামে এক লটকন বাগানে এ মেলা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, নরসিংদী বেতার শ্রোতা ফাউন্ডেশন, নরসিংদী গ্রুপ বাই বানিয়াছল বেতার বন্ধু সংসদ এর উদ্যোগে এ মিলন মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার এর মহাপরিচালক নাসরুল্লাহ মো. ইরফান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার এর অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আল-আমিন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার এর মুখ্য উপস্থাপক মাহবুব সুবহান, উপস্থাপক সাদিক হোসেন, আহসান হাবীব, বেতার শ্রোতা ফাউন্ডেশন নরসিংদী শাখার চীফ এডমিন মো. হোসাইন মুসা, সাংবাদিক বসির আহম্মদ মোল্লা, এস এম খোরশেদ আলম, খন্দকার আমির হোসেনসহ সংগঠনের সদস্যরা।