লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
লাকসাম উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার (২২ মে) দুপুরে ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোহাম্মদ মহি উদ্দিন।
লাকসাম পূর্ব ইউপি চেয়ারম্যান আলী আহমেদের সভাপতিত্বে আগামী এক বছরের জন্য এ বাজেট ঘোষণা করা হয়।
এ বছর বাজেটে প্রায় ১ কোটি ৯৭ লাখ ৩৭৪ টাকার লক্ষ্যমাত্রা উল্লেখ করা হয়।
যা গত বছর ছিল ১ কোটি ৯৩ লাখ ৪ হাজার ৬৭৩ টাকা। বাজেট আলোচনায় অংশ গ্রহণকারীরা শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ নজর দেয়ার তাগিদ দেন। উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নানসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।