মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):
জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ও সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই আমি আপনাদের কাছে এসেছি। তাই ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে লাঙ্গলই নৌকা, নৌকাই লাঙ্গল। আপনারা লাঙ্গলে ভোট দিলেই জিতবে নৌকা। আওয়ামী লীগ-জাতীয় পার্টির সবাইকে একাট্টা হয়ে লাঙ্গলের বিজয় সু-নিশ্চিত করতে হবে।
গতকাল (০৪ ডিসেম্বর) বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন ও সোহাগী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায় এমন মন্তব্য করেন ওই আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও পার্টির প্রেসিডিয়ামগ সদস্য ফখরুল ইমাম।
পৌরসভায় অনুষ্ঠিত পথসভায় পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং সোহাগী ইউনিয়নে অনুষ্ঠিত পথসভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মোতালিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জাপার ফখরুল ইমাম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক সাফির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল হাদী, কেন্দ্রীয় ছাত্র সমাজের সহসভাপতি এইচ এম সারোয়ার প্রমুখ।
উল্লেখ্য, এ আসনে নৌকা প্রতীকের প্রার্থীকে কেন্দ্রীয় আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তে গত ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার করে লাঙ্গল প্রতীকের প্রার্থীকে মনোনিত করেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
ওই অবস্থায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্তে এ আসনে লাঙ্গলের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ফখরুল ইমামের পক্ষে উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বৃহৎ একটি অংশ একাট্টা হয়ে কাজ করছেন।