পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলার ৮০০ জন জেলে, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন নর্থ বেঙ্গল মৎস্য প্রকল্পের সদস্যরা।
বরাবরের মতো এবারও শীতে জেলে, অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌছে দিচ্ছে নর্থ বেঙ্গল মৎস্য প্রকল্পের সদস্যরা।
এরই অংশ হিসেবে সোমবার ( ২২ জানুয়ারি) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নে ও হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নে ৩০০ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে নর্থ বেঙ্গল মৎস্য প্রকল্পের সদস্যদের ব্যাক্তিগত তহবিল থেকে এ সব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এর আগে শনিবার বিকেলে (২০ জানুয়ারি) ও রোববার (২১ জানুয়ারি) সকালে কালীগঞ্জ উপজেলার নর্থ বেঙ্গল মৎস্য প্রকল্প এলাকায় জেলে ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে ৫০০ শীতবস্ত্র বিতরন করেন তারা।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন সবুজ।
এ সময় নর্থ বেঙ্গল মৎস্য প্রকল্পের সদস্যদের পক্ষ থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মো: আসাদুল্লাহ, বাংলাদেশ লাইভ প্রজেক্ট ফর ইয়ুথ কান্ট্রি কোর্ডিনেটর এলিসন।
আরও উপস্থিত ছিলেন গ্রীণ ভিলেজ বাংলাদেশের মোবিলাইজেশন লিডার মেধা, প্রজেক্ট ম্যানেজার কোচ ইভান, প্রজেক্ট লিডার ট্যালেন্ট হালিমা তুজ সাদিয়া তানহা, সাংবাদিক মামুন হোসেন সরকার প্রমুখ। এছাড়া প্রকল্পের সদস্যগণ উপস্থিত ছিলেন।