
জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক (প্রাথমিক) নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান লিমন।
বর্তমানে তিনি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের টুপামারি ঢেমসিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
কামরুজ্জামান লিমন জোংড়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। তিনি ২০০৩ সহকারি শিক্ষক হিসেবে নিয়োগ পান। এরপর ২০০৫ সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় শিক্ষকরা জানান, কামরুজ্জামান লিমনের কর্মরত বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের উপস্থিতি, সহ-শিক্ষা কার্যক্রম, বিদ্যালয়ের পরিবেশ, লেখাপড়ার মান ও প্রধান শিক্ষক হিসেবে গুনাবলি বিচার করে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
কামরুজ্জামান লিমন বলেন, আমি স্কুলের শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো মনে করি। তাদের ঝরে পড়া রোধ,পড়াশুনায় মনোযোগী করাসহ নানাবিধ কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করেছিলাম।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হয়েছি। যারা আমাকে নির্বাচিত করেছেন, যারা অনুপ্রেরণা দিয়েছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবার নিকট দোয়া চাই। যেন সুস্থ থেকে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার বলেন, কামরুজ্জামান লিমন অত্যন্ত ভালো শিক্ষক। তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। এই স্বীকৃতি অন্য শিক্ষকদেরকে অনুপ্রাণিত করবে ও শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে।