ক্রীড়া ডেস্ক :রেফারির সমালোচনা করে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন লিভারপুল কোচ জার্গেন ক্লপ। একই সঙ্গে ৭৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে তাকে।
এই নিষেধাজ্ঞার ফলে আগামী রোববার অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে থাকতে পারবেন না এই জার্মান কোচ। তার দ্বিতীয় ম্যাচের নিষেধাজ্ঞা অবশ্য ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত স্থগিত করা হয়েছে। ফলে চলতি লিগে দলের শেষ ম্যাচে সাউথ্যাম্পটনের বিপক্ষে টাচলাইনে থাকতে পারবেন তিনি।
গত মাসে (এপ্রিলে) টটেনহ্যামের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচটি ৪-৩ গোলে জেতে লিভারপুল। ৯৪তম মিনিটে জয়সূচক গোলের পর উদযাপনের সময় দৌড়ে চতুর্থ অফিশিয়ালের সামনে গিয়ে বাজেভাবে উদযাপন করেন ক্লপ। এজন্য তাকে হলুদ কার্ড দেখান রেফারি।
সেখানেই শেষ হয়নি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, তাদের নিয়ে হয়তো কোনো ‘সমস্যা’ আছে ইংলিশ রেফারি টিয়েরনির। ক্লপের এমন মন্তব্য এবং ম্যাচজুড়ে তার উগ্র আচরণকে ভালোভাবে নেয়নি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
যদিও ক্লপ পরে ক্ষমা চেয়েছেন। তিনি স্বীকার করে নেন তার মন্তব্য সঠিক ছিল না, যা বলেছেন আবেগ থেকে। তারপরও নিষেধাজ্ঞা থেকে বাঁচতে পারেননি লিভারপুল কোচ।