তথ্য প্রযুক্তি ডেস্ক:
দেশের বাজারে পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির গ্যালাক্সি এ০৪ই স্মার্টফোন নিয়ে এসেছে স্যামসাং। ডিভাইসটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি ইনফিনিটি ভি ডিসপ্লে ও এইচডি+ প্রযুক্তি। এর সঙ্গে রয়েছে অক্টাকোর প্রসেসর ও ৭ জিবি পর্যন্ত র্যাম, ৩২ জিবি স্টোরেজ সুবিধা, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এক টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
ডিভাইসটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা প্রতিটি ফটোর ক্ষেত্রে ডেপথ অব ফিল্ড ঠিক করে নেবে এবং হাই কোয়ালিটির পোর্ট্রেট শট তোলার ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড ঝাপসা করবে। সেলফির জন্য এতে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
গ্যালাক্সি এ০৪ই ডিভাইসের বিষয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব এমএক্স বিজনেস মো. মুয়ীদূর রহমান বলেন, ‘আমরা চাই যেন সবাই সাশ্রয়ী মূল্যের মধ্যে দুর্দান্ত ফিচারসহ ডিভাইসের সুবিধা উপভোগ করতে পারে।’ ফোনটি ব্ল্যাক, লাইট ব্লু ও কপার রঙে পাওয়া যাচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এ০৪ই ডিভাইসটির দাম ১২ হাজার ৯৯৯ টাকা।