ময়মনসিংহের নান্দাইলে শামছুল হক স্মৃতি আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর ) সকাল ১১ টায় বেলালাবাদ দত্তপুর বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.জহিরুল হক।
প্রতিষ্ঠানের পরিচালক ও নান্দাইল আলোকপ্রভা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান মো. নুরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরী, বিশেষ অতিথি মোয়াজ্জেম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মানিক, ইউপি সদস্য আব্দুল হাকিম, আলোকপ্রভা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য সচিব আশরাফুল আলম।
অনুষ্ঠানে শামছুল হক স্মৃতি আইডিয়াল স্কুলের ২০২৪ সালে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এসময় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এসময় অত্র বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।