মিন্টু মিয়া, নান্দাইল : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে টিপিও( উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা) দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় নান্দাইল চন্ডিপাশা সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয়ের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে দাঁড়িয়ে কালো ব্যাজ ধারন, কর্মবিরতি ও মানববন্ধন করেন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন – চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, সহকারি শিক্ষক এ.কে এম. মশিউর রহমান, হারুন অর রশিদ, গৌতম চন্দ্র সাহা সহ প্রমুখ। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক মফিজুর রহমান, গাউছুলুন্নাহার, শহীদুল্লাহ, মোহাম্মদ আহসান উল্লাহ,মো. মাহাবুব আলম সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
শিক্ষক বক্তারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর নেক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে এসব ঘটনা সুষ্ট তদন্তের দাবিও জানান তারা।