নিজস্ব প্রতিবেদক :চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুঠিমারীর বিলে সোমবার (৫ জুন) বিকেলে ৪’শত তাল বীজ রোপণ করা হয়েছে।
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, কানসাট ইউপি চেয়ারম্যান মোঃ সেফাউল মূলক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন।
” গাছ অক্সিজেন উৎপাদনে জীবন্ত ফ্যাক্টরী”- শ্লোগানকে সামনে রেখে আতিকুর রহমান মিলন, মোঃ নুহু আলম ও মোস্তাফিজুর রহমান এর উদ্যোগে “গ্রাম বাংলার ঐতিহ্য রক্ষা, শোভা বর্ধন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, পাখির অভয়ারণ্য, দর্শনীয় স্থান ও বজ্রপাত প্রতিরোধে তালগাছ রোপন করা হয়।