শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী, প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়ার ১৩ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার (২৮ জুলাই) সকালে আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের আয়োজনে উপজেলার ধানুয়া সমাধিস্থলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আব্দুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়নগর ইউনিয়ন মান্নান ভূঁইয়া পরিষদের সভাপতি আবদুল হাই গাজী, সাধারচর ইউনিয়নের সভাপতি কামাল হোসেন খান বেদন ও দুলালপুরের সাবেক ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ প্রমুখ।
এসময় মান্নান ভুঁইয়ার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, আব্দুল মান্নান ভূইয়া পরিষদ, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর কল্যাণী ব্যানর্জী, আব্দুল মান্নান ভূইয়া ডিগ্রি কলেজ, আব্দুল মান্নান ভূইয়া স্মৃতি পরিষদ, আব্দুল মান্নান ভূইয়া আদর্শ বিদ্যাপীঠসহ বিভিন্ন সংগঠন।