শেখ মানিক, শিবপুর (নরসিংদী):
নরসিংদীর শিবপুর উপজেলার ক্বওমি মাদ্রাসার মুহতামিম, ইমাম ও ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোঃ সজীবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: সামসুল আলম ভূইয়া রাখিল, মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদ উদ্দিন, ইমাম পরিষদের সহ-সভাপতি মুফতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোক্তার হোসেন, তেলিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আমানুল্লাহ প্রমুখ।
মসজিদে জুম্মা নামাজের খুতবার সময় মাদক, কিশোর গ্যাং, বাল্যবিয়ে, সন্ত্রাস সহ বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে বয়ান করার জন্য ইমামদের প্রতি আহবান জানান মত বিনিময় সভার প্রধান অতিথি সিরাজুল ইসলাম মোল্লা এমপি।
মতবিনিময় সভায় উপজেলার ২ শতাধিক আলেম ওলামাগন উপস্থিত ছিলেন। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে।