২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ১২ই শাবান, ১৪৪৬ হিজরি| সকাল ৭:৪৮| শীতকাল|
শিরোনাম:
রাজশাহী আন্ত:জেলা ফুটবল টুনামেন্টে জার্সি বিতরণ গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য গাজীপুরের দাক্ষিণখান গ্রাম রাণীশংকৈলে ডেভিল হান্ট অপারেশনে দুজন গ্রেপ্তার পাটগ্রামে তিন সন্তানের জননীকে হত্যার ঘটনায় দ্বিতীয় স্বামী গ্রেপ্তার পাটগ্রামে তিন সন্তানের জননীকে ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগ নান্দাইলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল  পাটগ্রামে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু  নান্দাইল আওয়ামী লীগের লিফলেট বিতরণ আ’লীগ, ছাত্রলীগ সহ গ্রেফতার -৩  আন্ধারীর ঝাড় ইউনিয়ন আওয়ামীলীগের নেতা গ্রেপ্তার

শিবপুরে কৃষি ফার্ম শ্রমিকদের ১৩ দফা দাবি বাস্তবায়নে ১০দিনের কর্মসূচী

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ২৩, ২০২৩,
  • 253 Time View

শেখ মানিক, নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক উদ্যানতত্ত গবেষণা কেন্দ্রে কর্মরত অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ ও দৈনিক মজুরী বৃদ্ধিসহ কৃষি ফার্ম শ্রমিকদের ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষে ১০ দিনের কর্মসূচী ঘোষণা করা হয়।

বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেড়ারেশন এই কর্মসূচি ঘোষণা করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত এই আন্দোলন চালানোর ঘোষণা দেওয়া হয়।

রবিবার (২৩জুলাই) শনিবার সকালে শিবপুর উপজেলার মজলিশপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্রে কর্মরত শ্রমিকরা ১৩ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচী পালন সভা ও মিছিল করেন।

শ্রমিকদের ১৩ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র শিবপুর শাখা শ্রমিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম মিলন। এসময় শ্রমিক সমিতি সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৩ দফা দাবি সমূহ: ১. বিএডিসি গবেষণাসহ সকল প্রতিষ্ঠানে কর্মরত অনিয়মিত শ্রমিকদের ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রন নীতিমালা ২০১৭’ ৩ এর “ক” অনুযায়ী নিয়মিত কারণ।

২. বর্তমান বাজার মূল্যের সাথে সংগতি রেখে নিয়মিত শ্রমিকদের দৈনিক মজুরী ১০০০/- (এক হাজার) টাকা ও অনিয়মিত শ্রমিকদের দৈনিক মজুরী ৯৫০/- (নয়শ পঞ্চাশ) টাকা বৃদ্ধি করা।

৩. বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট কর্তৃক তথাকথিক শ্রমিক ম্যানুয়াল যা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত নয়, তা বালি করে ‘ কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ এ নিয়ন্ত্র নীতিমালা ২০১৭’ অনুযায়ী কৃষি ফার্ম শ্রমিকদের পরিচালিত করা। যেহেতু গবেষণার ধরণ ও প্রকার বৃদ্ধি পেয়েছে সেহেতু ম্যানুয়ালে উল্লেখিত হেক্টর প্রতি শ্রমিক সংখ্যা বাড়ানোর প্রয়োজন। ৪.নীতিমালা বহির্ভূতভাবে শ্রমিকদের বদলী বন্ধ করা।

৫. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিনী কর্তৃক শ্রমিক সংখ্যার কোটা নির্ধারণ, যা নীতিমালা বহির্ভূত।

৬.পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কর্মরত শ্রমিকদের দৈন মজুরীর ৫০% পাহাড়ী ভাতা প্রয়োজন।

৭. কৃষি ফার্ম শ্রমিকদের নববর্ষ ভাতা জরুরী প্রয়োজন।

৮. কৃষি ফার্ম শ্রমিকদের শ্রান্তি বিনোদন ভাতা প্রদান ।

৯. নিয়োগ অবসানের প্রতি পূর্ণ বৎসর কার্যকালে জন্য ৩০ দিন হাতে মজুরী প্রাপ্যতার পরিবর্তে ৬০ দিন হারে মজুরী প্রদান করতে হবে এবং পূর্ণ বৎসরের প্রতিদিন কর্ম হিসেবে নিয়োগ অবসানে আর্থিক সুবিধা প্রদান ।

১০. শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ, অবসর গ্রহণকৃত শ্রমিকদের পোষ্যদের অগ্রাধিকার প্রদান।

১১. প্রতিষ্ঠানে রাজস্ব খাতে নিয়োগের ক্ষেত্রে শ্রমিক হিসেবে নিয়োগকালের তারিখ থেকে বয়সসীমা নির্ধারণ করে বয়সসীমা শীথিল করা।

১২. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক নীতিমালা বহির্ভূতভাবে প্রশাসনিকভাবে নিয়োগ দিয়ে অফিস মাস্টাররোল নামে শ্রমিক বৃদ্ধি করা হয়েছে। এসকল নীতিমালা বহির্ভূত নিয়োগকৃত শ্রমিকদের অনিয়মিত শ্রমিক হিসেবে অন্তর্ভূক্ত করা অথবা এসকল নিয়োগ বাতিল করা প্রয়োজন।

১৩. সকল দক্ষা ও সংস্থার আঞ্চলিক কার্যালয়ে শ্রমিকদের আবাসন ব্যবস্থা করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ