শেখ মানিক, শিবপুর:
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় নরসিংদীর শিবপুরের কৃতি সন্তান, ঢাকা উত্তরা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহনওয়াজ দিলরুবা খানকে সংবর্ধনা প্রদান করেন দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয় ও দত্তেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সংবর্ধিত প্রধান অতিথি অতিরিক্ত সচিব তিনি এই বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার ১৯ অক্টোবর সকালে বিদ্যালয় মাঠে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মোশারফ হোসেন ভূঞার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম খানের পরিচালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত প্রধান অতিথি অতিরিক্ত সচিব শাহনওয়াজ দিলরুবা খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, নরসিংদীর শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম মুত্তাকিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন , উপজেলা শিক্ষা অফিসার, নূর মোঃ রুহুল ছগীর, নরসিংদী জেলা আওয়ামী লীগের সদস্য ও মাছিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো: ফরহাদ আলম ভূইয়া, নরসিংদী জেলা পরিষদের সদস্য আমান উল্লাহ ভূইয়া, সাবেক উপজেলা শিক্ষা অফিসার নূরুদ্দীন দর্জি, শিবপুর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক শেখ মানিক প্রমুখ।
পরে ফিরোজা আরিফ ফাউন্ডেশনের উদ্যোগে শিবপুর থেকে ৪১ তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত ১০ জনকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপরে জিপিএ ৫ প্রাপ্ত ১০জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।