২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ১০ই শাবান, ১৪৪৬ হিজরি| দুপুর ২:৫৩| শীতকাল|
শিরোনাম:
পাটগ্রামে তিন সন্তানের জননীকে হত্যার ঘটনায় দ্বিতীয় স্বামী গ্রেপ্তার পাটগ্রামে তিন সন্তানের জননীকে ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগ নান্দাইলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল  পাটগ্রামে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু  নান্দাইল আওয়ামী লীগের লিফলেট বিতরণ আ’লীগ, ছাত্রলীগ সহ গ্রেফতার -৩  আন্ধারীর ঝাড় ইউনিয়ন আওয়ামীলীগের নেতা গ্রেপ্তার নান্দাইলে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের ৯৭ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ২ কাপাসিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায় মাকসুদা

শিবপুরে শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শাহনওয়াজ দিলরুবা খানকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২০, ২০২৩,
  • 165 Time View

শেখ মানিক, শিবপুর:

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় নরসিংদীর শিবপুরের কৃতি সন্তান, ঢাকা উত্তরা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহনওয়াজ দিলরুবা খানকে সংবর্ধনা প্রদান করেন দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয় ও দত্তেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সংবর্ধিত প্রধান অতিথি অতিরিক্ত সচিব তিনি এই বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার ১৯ অক্টোবর সকালে বিদ্যালয় মাঠে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মোশারফ হোসেন ভূঞার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম খানের পরিচালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত প্রধান অতিথি অতিরিক্ত সচিব শাহনওয়াজ দিলরুবা খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, নরসিংদীর শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম মুত্তাকিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন , উপজেলা শিক্ষা অফিসার, নূর মোঃ রুহুল ছগীর, নরসিংদী জেলা আওয়ামী লীগের সদস্য ও মাছিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো: ফরহাদ আলম ভূইয়া, নরসিংদী জেলা পরিষদের সদস্য আমান উল্লাহ ভূইয়া, সাবেক উপজেলা শিক্ষা অফিসার নূরুদ্দীন দর্জি, শিবপুর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক শেখ মানিক প্রমুখ।

পরে ফিরোজা আরিফ ফাউন্ডেশনের উদ্যোগে শিবপুর থেকে ৪১ তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত ১০ জনকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপরে জিপিএ ৫ প্রাপ্ত ১০জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ