২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ১০ই শাবান, ১৪৪৬ হিজরি| দুপুর ১:৩৬| শীতকাল|
শিরোনাম:
পাটগ্রামে তিন সন্তানের জননীকে হত্যার ঘটনায় দ্বিতীয় স্বামী গ্রেপ্তার পাটগ্রামে তিন সন্তানের জননীকে ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগ নান্দাইলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল  পাটগ্রামে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু  নান্দাইল আওয়ামী লীগের লিফলেট বিতরণ আ’লীগ, ছাত্রলীগ সহ গ্রেফতার -৩  আন্ধারীর ঝাড় ইউনিয়ন আওয়ামীলীগের নেতা গ্রেপ্তার নান্দাইলে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের ৯৭ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ২ কাপাসিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায় মাকসুদা

শেখ হাসিনার আমলে ঐতিহাসিক উন্নয়ন হয়েছে- শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ২, ২০২৪,
  • 76 Time View

ফারুক আহমেদ, নিজস্ব প্রতিবেদক:
শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, শেখ হাসিনার আমলে দেশের যত উন্নয়ন হয়েছে তা এক ঐতিহাসিক ঘটনা। এর আগে কোনো সরকার এত উন্নয়ন করতে পারেনি। প্রধানমন্ত্রী স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে চলেছেন।

গ্রামে-গঞ্জে বিদ্যুত পৌঁছে গেছে, সেবাখাত বেড়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে, সরকারের পৃষ্ঠপোষকতায় তরুণরা আইটি সেক্টরে অনেক এগিয়ে গেছে, মাথাপিছু আয় বেড়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে।

আজ শনিবার ২ (ফেব্রুয়ারী) সন্ধায় মনোহরদী সরকারি কলেজে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এবং দ্বিতীয়বারের মতো শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় মনোহরদী ও বেলাব উপজেলাবাসী গণসংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে হাজার হাজার কর্মী-সমর্থক ফুল ছিটিয়ে মন্ত্রীকে বরণ করে নেন। পরে একে একে জেলা এবং উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, মুক্তিযুদ্ধা সংসদ, পৌরসভা, মনোহরদী প্রেসক্লাব ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে বরণ করে নেন।

শিল্পমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার রূপরেখা দিয়েছেন। সেই অনুযায়ী ২০২৬ সালে আমরা উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হবো। আর ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ  স্মার্ট বাংলাদেশ গঠন করবো। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেছেন তা সবই বাস্তবায়ন করে দেখিয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদের সভাপতিত্বে এবং মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মঞ্জুরুল মান্নান মঞ্জু, নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমেদ ভূঞা, কল্লোল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেন, সহ সভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মু. ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল আহমেদ, বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান শমসের জামান ভূঞা রিটন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান খান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে গান পরিবেশন করেন ফোক সম্রাজ্ঞী সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ