ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।
আজ(১৪ আগস্ট) বুধবার বেলা বারোটার দিকে সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নির্দেশনায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টুর নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠ থেকে বের হয়। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ও পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ পাট বাজার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের গ্রাম বিষয়ক সম্পাদক উজ্জ্বল, যুবদলনেতা সোহাগ সওদাগর, রবি,রিপন, শান্ত,জাহাঙ্গীর প্রমুখ।
এ বিষয়ে আমিনুল ইসলাম মিন্টু বলেন, বিএনপি ও সমমনাবিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী-সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা-নির্যাতন-নিপীড়ন করেছে আওয়ামী লীগ।
সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে শত শত প্রাণ কেড়ে নেওয়ায় ঘটনায় সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ভাইয়ের নির্দেশনায় ঈশ্বরগঞ্জে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।
আমাদের দাবি খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করা হোক।’