মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৩ এপ্রিল) বিকেলে শ্যামপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে শ্যামপুর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় চককীত্তি ফুটবল দল বনাম শ্যামপুর ফুটবল দল অংশ গ্রহন করেন। খেলায় শ্যামপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিন ডাক্তারের সভাপতিত্বে ও শ্যামপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাশিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ ময়েজ উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন শিবগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মহসিন আলী মিঞা, শ্যামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসাদুজ্জামান ভোদন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শিউলি বেগম, শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, অধ্যাপক রবিউল ইসলাম, শ্যামপুর ইউনিয়ন পরিষদ, সাবেক চেয়ারম্যান, খাইরুল ইসলাম শিবগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল আলম উজ্জ্বল প্রমূখ ।
উক্ত ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোল সমতা হওয়ায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়। শ্যামপুর ফুটবল দলকে হারিয়ে চককীত্তি ফুটবল দল বিজয় লাভ করেন। খেলাটি পরিচালনা করেন মো. বাবুল আকতার।
প্রধান অতিথির বক্তব্যে ময়েজ উদ্দিন বলেন, খেলাধুলা না থাকায় এলাকার যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছে। ছেলেরা পড়া লেখার পাশাপাশি খেলাধূলায় ব্যস্ত থাকলে মাদকের ভয়াল থাবা বাঁচা যাবে। আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই খেলার যারা আয়োজন করেছে। এই খেলা আগামীতে আরো বড় করে আয়োজন করবে এই প্রত্যাশা।
খেলা শেষে বিজয়ীদের মাঝে অতিথিগণ পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানিসহ চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স আপ দলকে প্রাইজমানিসহ রানার্স আপ ট্রফি প্রদান করেন।