১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ| ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি| রাত ২:০৪| শরৎকাল|

সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে- নাজমুল হাসান পাপন এমপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৯, ২০২৩,
  • 146 Time View

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:

সারাদেশে বিএনপির তৃতীয় দফা হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে মাঠে নেই বিএনপি। আল্লাহর নামে চলছে তাদের কর্মসূচি। সন্ত্রাস নৈরাজ্যের জন্যই তারা এসব কর্মসূচি দেয়। দেশে অরাজকতা সৃষ্টি করাই তাদের মূল উদ্দেশ্য।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয় মোড়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কিশোরগঞ্জ ৬, ভৈরব কুলিয়ারচর আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপি।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কাউকে ভয় পায়না। বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার জবাব দেয়া হবে। আমি বলবো আপনারা নির্বাচনে আসুন। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এখনই নির্বাচনের প্রস্তুতি নেন। কয়েকদিনের মধ্যেই তপশিল ঘোষণা হবে। নৌকাকে বিজয়ী করতে মাঠে নেমে কাজ করুন।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের একান্ত সচিব মোল্লা শাখাওয়াত হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল মনসুর প্রমুখ।

উক্ত শান্তি সমাবেশে ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ