নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল বলছেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জবাবদিহিতামূলক সরকার ফিরিয়ে আনুন। যৌক্তিক সময় বলে দীর্ঘ সময় নেওয়া ঠিক হবে না।
(২৭ অক্টোবর) রবিবার বিকেলে মনোহরদী উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে সরকারকে কোনো হটকারি সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না। বিষয়টি সাংবিধানিক প্রক্রিয়ায় হওয়া উচিত বলে আমরা মনে করি। তার জন্য বেশি প্রয়োজন অতিদ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে নির্বাচন করা প্রয়োজন।
উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য আওরঙ্গজেব ইয়াকুব, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন হারুন, সদস্য ভিপি মোস্তফা কামাল, পৌরসভা বিএনপির আহবায়ক বদরুল ইসলাম মোল্লা বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ প্রমুখ।