সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি:
সখীপুরে বিএনপি নেতা আজিজ মোল্লার হাতে আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন (৬০) খুন হয়েছেন। রবিবার সকাল ৭টায় উপজেলার কালমেগা সিন্দুরিয়া এলাকায় এ খুনের ঘটনা ঘটে। ইসলাম হোসেন বহুরিয়া ইউনিয়নের ৬ং ওয়ার্ল্ড আওয়ামী লীগের সভাপতি।
ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আজিজ মোল্লা একই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি। নিহত ইসলামের ছেলে মামুন মিয়া বাদী হয়ে বিএনপি নেতা আজিজ মোল্লাসহ ২৬ জনকে আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা করেছেন।
মামলার বাদী মামুন মিয়া অভিযোগ করেন, আমার বাবা দীর্ঘদিন আগে জমিটি ক্রয় করেছেন। আমরা ওই জমিতে ধান রোপণ করি। কিন্তু আজিজ মিয়া রবিবার সকালে অস্ত্রসহ তার দলবল নিয়ে ওই জমিতে ধান কাটা শুরু করে।
খবর পেয়ে আমার বাবা ও ফুপাতো ভাই দুলু মিয়া বাধা দিলে আজিজ মিয়া কপালে অস্ত্র দিয়ে আমার বাবাকে গুলি করে। এতে আমার বাবা মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তাঁরা আমার ফুফাতো ভাই দুলা মিয়াকে কুপিয়ে আহত করে। আহত দুজনকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সায়হাম বলেন, ‘লাশের কপালে গভীর ক্ষত রয়েছে। তবে এটি গুলি নাকি কোন অস্ত্রের আঘাতে ময়নাতদন্তের পর বুঝা যাবে।’
প্রত্যক্ষদর্শী রাজা মিয়া ও তাহের মিয়া বলেন, ‘রবিবার সকালে তিনটি গুলির শব্দ শুনে আমরা এগিয়ে গিয়ে দেখি আজিজ মোল্লার হাতে পিস্তল আর ইসমাইলের লাশ মাটিতে পড়ে আছে।’
সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। গুলিতে না অন্য কোন অস্ত্রের আঘাতে ক্ষত হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।’