
আমাকে ফুল দিয়ে নয়,গাছের চারা লাগিয়ে ছবি দেখান এতেই আমি খুশি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন নির্দেশনার বার্তা দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য, নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলীয় নেতাকর্মীদের প্রতি এমন নির্দেশনা বার্তা দিয়ে ব্যাপক প্রশংসা ভাসছেন তিনি।
ইয়াসের খান চৌধুরী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনার বার্তা দিয়ে ফেসবুক পোস্টে তিনি লিখেন- অনেক সময় আপনারা আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ফুল সুন্দর উপহার হলেও এখন থেকে, ফুল না এনে একটি গাছের চারা লাগান। নিজের বাড়ি বা যেকোন ভাল জায়গায় চারা রোপন করতে পারেন।
রোপনের ছবি আমাকে দেখাবেন। আমি সেটাকেই ফুল দেওয়ার মতোই শুভেচ্ছা হিসেবে গ্রহণ করবো। চলুন শুভেচ্ছার সঙ্গে সবুজের বার্তা ছড়িয়ে দেই। বার্তাটি মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।
মেহেদী মাসুদ নামের একজন কমেন্টে লিখেন,
চমৎকার উদ্যোগ। আপনার এই বার্তা আমাদের আরও সচেতন করে তুলবে। আসুন গাছ লাগিয়ে সেই শুভেচ্ছা পৌঁছে দিই, ইনশাআল্লাহ।
শাহরিয়ার শাওন নামে অপরজন লিখেন- ইনশাল্লাহ্ আপনার কথায় সহমত পোষণ করছি। আপনার জন্য দোয়া ও শুভকামনা আমৃত্যু।
তাইফুর রহমান তাপস লিখেন, ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সুন্দর উদ্যোগ।
নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন বলেন, নান্দাইল কে আধুনিক ও পরিকল্পিত সবুজায়ন করতে সবুজের বার্তা ছড়িয়ে দিতে উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী এমন বার্তা দিয়েছে। সেটা আমরা সাধুবাদ জানাই। নেতাকর্মীরা এমন নির্দেশনা কে সাধরে গ্রহণ করেছে।