ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, সরকার সর্বোচ্চ গুরুত্বের সাথে জরুরী ভিত্তিতে পাউবো’র ক্ষতিগ্রস্ত ও দূর্বল সকল বেড়িবাঁধ সংষ্কার করে ভাঙ্গন কবলিত মানুষের পানিবন্দিতার অবসান ঘটাবেন।
ঘূর্ণিঝড় উপকূলীয় খুলনার পাইকগাছায় ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে তিনি বুধবার দুপুরে উপজেলার দ্বীপবেষ্ঠিত দেলুটী ইউনিয়নের তেলিখালীতে ভদ্রা নদীর ভয়াবহ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ফুলবাড়ী বাজারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা প্রতিনিয়ত দুর্যোগ কবলিত এলাকার মানুষের দুঃখ-কষ্টের খবর রাখছেন। তারই ছালাম পৌছে দিতে আজ আপনাদের কাছে এসেছি। তিনি প্রধানমন্ত্রী পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ মানুষের পর্যাপ্ত ত্রান সামগ্রী, সুপেয় পানিসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মন্ত্রী তেলিখালীতে পুর্ব থেকে ভাঙনে ক্ষতিগ্রস্থ বাঁধ সংস্কারে ভূমি অধিগ্রহনে জটিলতা ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কর্মকর্তাদের গাফিলতির কথা প্রসঙ্গ তুলে ধরে সমালোচনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক পিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার শুসান্ত কুসরকার, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, সহকারী কমিশনার মোঃ ইফতেখারুল ইসলাম শামিম, ওসি মোঃ ওবায়দুর রহমান, কৃষিবিদ আসীম কুমার দাশ, প্রকৌশলী সাফিন সোয়েব, পিআইও ইমরুল কাযেস, কয়রা আলীগের সাধারন সম্পাদক নিশীথ রঞ্জন মিস্ত্রী, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান নির্মল মন্ডলসহ সংশ্লিষ্টরা।