মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):
অবৈধ সরকারের পদত্যাগ এবং তপসিল বাতিলের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার ষষ্ঠ দফার অবরোধের সমর্থনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মশাল মিছিল করেছে বিএনপি।
গত বুধবার সন্ধ্যার পর উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নির্দেশে উপজেলার জাটিয়া রোডে ওই মশাল মিছিল করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আমিরুল ইসলাম ভূঁইয়া মনি বলেন, ‘শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে মশাল মিছিল করা হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু ভাইয়ের নির্দেশে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেয়। এই অবৈধ সরকার পতন না হওয়া পর্যন্ত যতো বাধাবিপত্তিই আসুক আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো।’