নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার নান্দাইল প্রতিনিধি মোহাম্মদ আমিনুল হক বুলবুলের পিতা মো.হামিদ উদ্দিনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।২০১৫ সালের ১৯ জানুয়ারি বার্ধ্যক্যজনিত কারনে উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামট খালী গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য তার পরিবারের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছে।
মো.হামিদ উদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসে ইন্সপেক্টর পদে চাকরি করে ২০০১ সালে অবসর গ্রহণ করেন।