নিজস্ব প্রতিবেদক :
মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।
মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক খান তুষারের নেতৃত্বে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তোফায়েল আহমেদ তুষার ও সাধারণ সম্পাদক গোলাম মাওলাসহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার(১১মে) সাটুরিয়া উপজেলার ধূল্যা গ্রামের কৃষক মোঃ হাসেম আলীর ৪০ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দিলেন সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মিজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর দিকনির্দেশনায় মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা-কর্মীরা সাটুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন।