মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রলারে ভরে নিয়ে যাচ্ছিল তানজিল ইসলাম (৪৫) নামে এক বালু ব্যবসায়ী। খবর পেয়ে নদীপথে সাড়ে তিন কিলোমিটার ধাওয়া করে ট্রলারভর্তি বালুসহ তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আজ (১২ জুলাই) বুধবার উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি বালুরঘাট এলাকায় ওই অভিযান পরিচালনা করেন উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক মাহবুবুর রহমান। এসময়
রাজিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আলী ফকির, ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাদী মোহাম্মদসহ থানা পুলিশের একটি টিম সহায়তায় ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্র নদের ঈশ্বরগঞ্জ অংশে রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি বালুরঘাট এলাকা থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কিছু অসাধু ব্যবসায়ী। এমন খবর পেয়ে অভিযানে যান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক মাহবুবুর রহমান। অভিযান টের পেয়ে বালুভর্তি ট্রলার নিয়ে নদী পথেই পালিয়ে যাচ্ছিল ওই বালু ব্যবসায়ী। পরে তাঁকে সাড়ে তিন কিলোমিটার ধাওয়া করে বালুভর্তি ট্রলার জব্দসহ একজনকে আটক করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক মাহবুবুর রহমান বলেন, ‘ ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি ট্রলার পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা হয়। এছাড়াও জব্দকৃত বালু প্রকাশ্য নিলামে বিক্রয় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’