নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলের সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালাম বিরুদ্ধে সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১২ নভেম্বর) দুপুর ১২ টায় সরকারী শহীদ স্মৃতি আদর্শ কলেজ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের পদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ মেজর জেনারেল (অব:) আব্দুস সালাম।
প্রতিবাদ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, সাবেক এমপি মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন লিটন, সাবেক পৌর মেয়র আব্দুস সাত্তার উজ্জল ভূঁইয়া, চন্ডিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়া সহ প্রমুখ।
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ধূলিহর এলাকার মো. আবু ছিদ্দিক হোসেন নামের এক ব্যক্তি সুপ্রিম কোর্টের আইনজীবী রঞ্জিত কুমার বর্মণের মাধ্যমে নোটিশ দেন। যা গত ৩১ অক্টোবর সমকাল পত্রিকায় ‘সাবেক এমপির নেওয়া আর্থিক সুবিধা ফেরত চেয়ে আইনি নোটিশ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
উক্ত সংবাদ প্রকাশের প্রতিবাদে নান্দাইল উপজেলা আওয়ামীলীগ এর প্রতিবাদ জানান। পরে গত ২রা নভেম্বর সমকালের নিজস্ব প্রতিবেদক ও ফেসবুকে সংবাদ শেয়ার করায় ৯ জনের বিরুদ্ধে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক শফিউল আলম রাসেল আইনজীবির মাধ্যমে লিগ্যাল নোটিশ দেন।
এদিকে রবিবারের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে ‘বিক্ষোভ প্রতিবাদ হলুদ সাংবাদিক নিপাত যাক, হলুদ সাংবাদিকদের লাল কার্ড,তুই হলুদ অন্ধ তর সাংবাদিকতা বন্ধ শ্লোগান লেখা বিভিন্ন প্লেকার্ড দেখা যায়। এ ছাড়াও বিএনপি জামায়াতের অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।’
সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম বক্তব্যে বলেন, আমার বিরুদ্ধে অনেকেই মিথ্যা সংবাদ প্রকাশ করছে যার কোন ভিত্তি নাই। আমি আওয়ামীলীগের জন্য কাজ করছি নেত্রী আমাকে বলেছেন। আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিলে আপনাদের নিয়েই সরকারের উন্নয়নে কাজ করে যাবো। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও অনেক কর্মী বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছে বলেও জানান তিনি।