নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ -৯ (নান্দাইল) আসনের সাবেক সংসদ সদস্য আনওয়ারুল হোসেন খান চৌধুরী (শাহজাহান চৌধু্রী) আজ ২০শে জানুয়ারি প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২৩ সালের এই দিনে ৭৮ বছর বয়সে ঢাকা ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।
মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট কমিটির সদস্য ছিলেন।
মৃত্যুকালে মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরী এক ছেলে, এক মেয়ে, এক নাতি দুই নাতনী, জামাতা, পুত্রবধুসহ অসংখ্য আত্নীয়-স্বজন গুণাগ্রাহী রেখে গেছেন।
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ প্রতিষ্ঠান আনওয়ারুল হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ, আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয় ও পারিবারিক ভাবে সাহেব বাড়ি জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।