সরকার যে পদক্ষেপ নিয়েছে সরাসরি ঘরে বসেই অনলাইনে আবেদন করে সহজেই তাঁর ভূমির বিষয়ে সব তথ্য জানতে পারবে লোকজন। কোন প্রকার হয়রানির অভিযোগ থাকলে কোন মাধ্যমে না হয়ে সরাসরি সহকারী কমিশনার ভূমি বা উপজেলা প্রশাসনের সাথে কথা বললে আইননুসারে তাঁর সঠিক কাজটি শতভাগ বাস্তবায়ন করা সম্ভব।
নিজের ভূমি বিষয়ে সরকারি নির্দেশনামতে খাজনা দেন। সঠিক দলিলসহ সমস্ত প্রক্রিয়া হওয়ার পর ডকুমেন্ট হিসাবে সাথে রাখুন।
শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় কর্তৃক আয়োজিত ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে সেবাগ্রহীতাদের উদ্দেশ্যে এসব কথা বলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এ. বি. এম. আরিফুল ইসলাম।
শনিবার (৮ জুন) দুপুরে উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ইউএনও এ. বি. এম. আরিফুল ইসলাম নামজারির আবেদন প্রক্রিয়া, ভূমি উন্নয়ন কর প্রদান, জমি রেজিস্ট্রেশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নানা শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কামরুল হাসান কামু, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক আবুল বাসার রাজন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় সরকার, স্থানীয় সাংবাদিকগণ, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ প্রমুখ।