নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
গত সোমবার (২৭নভেম্বর) সন্ধ্যা ৭ টায় নান্দাইল পৌরসভাস্থ নিজ বাসভবনে এক আলোচনা শেষে নেতাকর্মীদের কান্নার মুখে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন।
এদিকে ২৬ নভেম্বর বিকেল ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে মনোনয়ন পান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দুই বারের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালাম।
এর আগে তিনি জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯৬ ও ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে বিজয়ী হন এবং ২০০১ সালে আওয়ামী লীগ থেকে পরাজিত হন। ২০১৪ সালে দলীয় মনোনয়ন পেলেও ঋণখেলাপির দায়ে প্রার্থীতা বাতিল হয়। ২০১৮ সালে নির্বাচনে দলীয় মনোনয়ন চান। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচনে অংশ গ্রহণ করলেও পরে তা প্রত্যাহার করে নেন।
এদিকে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে সাবেক এমপি মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালামের মনোনয়নপত্র ঋণখেলাপীর দায়ে বাতিল হয়। এ সুযোগে আনোয়ারুল আবেদীন খান তুহিন ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নৌকার মনোনয়ন পেয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম খুররম খান চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইলেও মনোনয়ন পাননি তিনি।
দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে সোমবার রাতে নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় করেন এমপি তুহিন। মতবিনিময় সভায় নিজেকে নির্বাচন থেকে দূরে রাখার ঘোষণা দিলে দলীয় নেতাকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়ে। নেতাকর্মীদের ভালোবাসা দেখে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, ভাইস ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ১০ ইউনিয়নের চেয়ারম্যানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।