মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একরাতে পাশাপাশি দু’টি গোয়াল থেকে আটটি গরু হয়েছে।
(০২ জানুয়ারি) মঙ্গলবার দিনগত রাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি চরপাড়া গ্রামে চুরির এ ঘটনা ঘটে। এদিকে চুরির এমন ঘটনার খবর পেয়ে সকাল থেকেই ঘটনাস্থলে দলে দলে জড়ো হোন স্থানীয় লোকজন। চুরির এমন ঘটনায় আতঙ্কে রয়েছে বলে জানান এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাটি চরপাড়া এলাকার মমিন আলীর পাঁচ ছেলে মো. নয়ন, মো. খোকন, রোকন, সুজন এবং খাইরুল ইসলাম। তাঁদের মধ্যে দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান খোকন। এরপর স্বামীর রেখে যাওয়া শেষ সম্বল দিয়ে ৪ টি গরু লালন-পালন করে সংসার চালিয়ে আসছিলেন খোকনের প্রতিবন্ধী স্ত্রী দেলোয়ারা বেগম।
গতকাল রাতে এই চারটি গরু চুরি হওয়ায় নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। অপরদিকে পাশাপাশি গোয়াল ছিল খাইরুলের ২ টা এবং সুজনের ২ টা এবং রোকনের একটি ছোট গরু।
সেখান থেকেও চারটি গরুসহ মোট আটটি গরু নিয়ে যায় চুরের দল। তবে রেখে যায় রোকনের একটি ছোট গরু। ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানান, চুরি হওয়া আটটি গরুর মূল্য আনুমানিক ছয় থেকে সাড়ে ছয় লাখ টাকার মতো হবে।
নিহতের স্ত্রী দেলোয়ারা জানান, গতকাল রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে গরুকে খাবার দিয়ে ঘুমাতে চলে যান তিনি। পরে সকালে দেবর সুজনের চিৎকার শুনে এসে দেখেন তাঁর সব গরু চুরি হয়ে গেছে। দেলোয়ারা বলেন, স্বামীর রাইখ্যা রেখে যাওয়া শেষ সম্বল দিয়া এতিম দুইটা ছেলেরে নিয়া কোনমতে সংসার চালাইতে ছিলাম। অহন আমরার কি অইবো? কান্নার স্বরে এভাবেই বলছিলেন কথাগুলো।
স্থানীয় বাসিন্দা আজিজুল, সোহেল, জামালসহ অনেকের সাথে কথা হয় আজকের পত্রিকার। তাঁরা জানান, একটি গরু মানে নিম্নবিত্ত পরিবারের স্বপ্ন। চুরির এই ঘটনায় আজকে থেকে নির্ঘুম রাত কাটবে তাঁদের।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘চুরির ঘটনার খবর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরি যাওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে।’