নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিদ্যালয়ে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটে অন্ধত্ব বরণ করা শিক্ষার্থী সানজিদা আক্তার রুবিনাকে চিকিৎসার সহায়তা করলেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালাম।বুধবার (২৪এপ্রিল) বিকালে নান্দাইল উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন।
সানজিদা আক্তার রুবিনা উপজেলার আচারগাঁও ইউনিয়নেে ধরগাঁও গ্রামের কৃষক মো. রুবেল মিয়ার মেয়ে।
২০২৩ সালের ৩১ আগস্ট মুসুল্লি উচ্চ বিদ্যালয়ে অটোরিকশা যোগে যাওয়ার পথে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের মুসুল্লি এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এতে অটোরিকশায় থাকা রুবিনা গুরুতর আহত হয়, তার মাথার খুলি দেবে যায়। নাক ও অক্ষিকোটরের হাড় চূর্ণবিচূর্ণ হয়ে এবং বাঁ পা-ও ভেঙে যায়।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারে সানজিদা আক্তার রুবিনার দুটি চোঁখ নষ্ট হয়ে যায়। অসহায় দরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় অর্থের অভাবে পরবর্তীতে চিকিৎসা বন্ধ হয়ে যায়।
চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুন কৃষ্ণ পাল, পরিকল্পনামন্ত্রীর মেয়ে আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার ওয়াহেদা হোসেন রূপা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব আবু নছর ভুইঁয়া, আচারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু প্রমুখ।