ময়মনসিংহের ফুলপুরে চাঞ্চল্যকর স্কুল ছাত্র রায়হান হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহ এক নারীকে গ্রেপ্তার করছে ফুলপুর থানার পুলিশ।
গত ১৬ জুন সোমবার প্রেমঘটিত কারণে হত্যা করা হয় ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের ছাত্র রায়হানকে।
রায়হান একই স্কুলে পড়ুয়া এক মেয়ের সাথে গভীর প্রেমে জড়িয়ে পড়ে। ফুলপুর থানার পুলিশ গতকাল রাতে অভিযান চালিয়ে প্রেমিকা ও তার ভাবীকে গ্রেপ্তার করেন।এ সময় এ নারীর কোলে ছয় মাসের শিশু সন্তান ছিল।
জানা যায়, রায়হানকে প্রেমিকার ভাই সাগর ও তার বাবা শেখ ফরিদ শ্বাসরোধ করে হত্যা করে লাশ টয়লেট সেফটি ট্যাংকে রেখে দেন। নিখোঁজের তিন পর তার লাশ উদ্ধার করে ফুলপুর থানার পুলিশ।
এ ঘটনায় প্রধান দুই আসামি ধরাছোঁয়ার বাইরে। গ্রেপ্তার হওয়া প্রেমিকার ভাবীর সাথে জেল হাজতে পাঠানো হয়েছে ছয় মাসের শিশুকেও।