জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও নরসিংদী জেলা জেনারেল সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হোসাইন বলেছেন, ‘হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট এদেশে আর হবে না, কেউ যদি ফ্যাসিস্ট হতে চায় প্রথম রাউন্ডেই বিদায়। যারা চিন্তা করে কেন্দ্র দখল করে ভোট কেন্দ্রে সিল মেরে দিবে, আমরা বলে দিতে চাই জনগণ এসবের জবাব দিতে প্রস্তুত,জনগণ আঙ্গুল চুষবে না।
গেল ১০ মাসে জামায়াত ইসলামীকে দেশবাসী চাঁদাবাজিতে পায় নি। এদেশের জনগণ গত ১০ মাস ধরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের কাছে থেকে দেখেছে, পর্যালোচনা করেছে।
১০ মাসে আগে মানুষ মনে করতো জামায়াতে ইসলামী বিরোধী দল হবে, কিন্তু এখন মানুষ মনে করে জামায়াত ইসলামী ক্ষমতায় যাবে’।
শনিবার (২১ জুন) সন্ধ্যায় উত্তর ডাঙ্গা বাজার বকুলতলা এলাকায় ডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়মে নেগেটিভ ন্যারাটিভ তৈরি করা যায় এমন কিছুতে জামায়াতকে পাওয়া যায়নি। আজকে দেশের মানুষ জামায়াতে উপর হুমরি খেয়ে পড়েছে।
আল্লাহ বলেছেন, নিপীড়িত, নির্যাতিত সংগঠনকে ক্ষমতা দান করবো, দেশের উত্তরাধিকারী দান করবো। জামায়াতে ইসলামী এদেশের সর্বোচ্চ নিপীড়িত ও নির্যাতিত সংগঠন। এমন কোনো নিপিড়ন নাই যেটা জামায়াতকে করা হয়নি। জামায়াতকে শেষ করে দিতে চাওয়া হয়েছে,জামায়াত টিকে গেছে।’
এসময় ডাঙ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর আব্দুছ ছালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. সায়েদুর রহমান, পলাশ থানা আমীর মাওলানা আবুল কাশেম সিকদার, সেক্রেটারি জেলারেল মাসুদ রানা ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।